উদ্যান জাতীয় ফসল

Tuesday, January 26, 2016

ঝিংগা



@ পরিচিতি @
বাংলা নামঃ ঝিংগা
ইংরেজী নামঃ Ridged gourd
বৈজ্ঞানিক নামঃ Luffa acutangula
পরিবারঃ Cucurbitaceae
ঝিংগা একটি গ্রীষ্মকালীন উপাদেয় সবজি। তবে এটি গ্রীষ্ম বর্ষা উভয় মৌসুমে চাষ করা হয়। ঝিংগায় প্রচুর পরিমান ক্যারোটিন ক্যালসিয়াম রয়েছে।
@ জাত @
ভূঁয়ে বা চৈতালী ঝিংগা, বর্ষাতি ঝিংগা, লম্বা খাটো ঝিংগা।
সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডঃ
হাইব্রিড ঝিংগাহীরা-৬০১
উজ্জ্বল সবুজ রং। লম্বায় ৪০-৪৫ সেমিঃ হয়। গরম বর্ষা সহনশীল জাত। প্রচুর ফলনশীল এবং দূর দূরান্তে পরিবহন সুবিধাজনক। ফসল মাত্র ৪০-৪৫ দিনে সংগ্রহ করা যায়। ঝিংগার গড় ওজন ১৫০-২০০ গ্রাম। ফলন একর প্রতি ১৫-১৭ টন। বীজের হার .-০১ কেজি প্রতি একরে।বপনের সময় পৌষ-মাঘ ছাড়া সারা বছরই চাষ করা যায়।
হাইব্রিড ঝিংগাহীরা-৬০২
ফলের রং সবুজ লম্বায় ৪০-৪৫ সেমিঃ হয়। প্রচুর ফলনশীল এবং দূর দূরান্তে পরিবহন সুবিধাজনক। সব ফল একই রকমের হয়। সারা বছর চাষ করা যায়। ফসল মাত্র ৫০-৫৫ দিনে সংগ্রহ করা যায়। ঝিংগার গড় ওজন ১৫০-২০০ গ্রাম। ফলন একর প্রতি ১৪-১৬ টন। বীজের হার .-০১ কেজি প্রতি একরে।
নামধারী মালিক সীডস (প্রাঃ) লিঃ
হাইব্রিড ঝিংগাএন.এস-১২১৮
জাতের ঝিংগা হালকা সবুজ এবং ফলের গড় ওজন ৪০০-৫০০ গ্রাম। বপনের সময় পৌষ থেকে চৈত্র মাস পর্যন্ত। ফসল ৪০-৪৫ দিনে সংগ্রহ করা যায়। ঝিংগার দৈঘ্য ২০-২২ ইঞ্চি। জাতটি ভাইরাস, ডাউনি মিলডিউ এবং বৃষ্টি সহনশীল। প্রতি একরে ১৫-২০ টন ফলন পাওয়া যায়।
হাইব্রিড ঝিংগা টেস্টি
জাতের ঝিংগা গাঢ় সবুজ এবং ফলের গড় ওজন ৩০০-৩৫০ গ্রাম। বপনের সময় পৌষ থেকে চৈত্র মাস পর্যন্ত। ফসল ৪০-৪৫ দিনে সংগ্রহ করা যায়। ঝিংগার দৈঘ্য ১৪-১৬ ইঞ্চি। জাতটি ভাইরাস, ডাউনি মিলডিউ এবং বৃষ্টি সহনশীল। প্রতি একরে ১৫-২০ টন ফলন পাওয়া যায়
হাইব্রিড ঝিংগা বাসন্তি
জাতের ঝিংগা হালকা সবুজ এবং ফলের গড় ওজন ৩০০-৩৫০ গ্রাম। বপনের সময় পৌষ থেকে চৈত্র মাস পর্যন্ত। ফসল ৪৫-৫০ দিনে সংগ্রহ করা যায়। ঝিংগার দৈঘ্য ১৪-১৬ ইঞ্চি। জাতটি ভাইরাস, ডাউনি মিলডিউ এবং বৃষ্টি সহনশীল। প্রতি একরে ১৫-২০ টন ফলন পাওয়া যায়
ইস্পাহানি সীডস
ঝিংগা প্রিতম
উচ্চ ফলনশীল জাতের ঝিংগা গাঢ় সবুজ বর্ণের। ফলের গড় ওজন ২০০-২৫০ গ্রাম। খেতে মোলায়েম এবং সুস্বাদু। শীতকাল ছাড়া প্রায় সারা বছর বপন করা যায়। ফসল ৪০-৪৫ দিনে সংগ্রহ করা যায়। ঝিংগার দৈঘ্য ৩০-৩৫ সেমিঃ। প্রতি একরে ১০-১২ টন ফলন পাওয়া যায়
বেজো শীতল সীডস বাংলাদেশ লিমিটেড
হাইব্রিড ঝিংগা অনামিকা
জাতটি প্রচুর ফলনশীল। ঝিংগা আকর্ষনীয় সবুজ রং সারা বছরই বপন করা যায়। ফসল ৪৫-৫০ দিনে সংগ্রহ করা যায়। ঝিংগার দৈঘ্য ৩৫-৪০ সেমিঃ লম্বা
ব্রাক সীড এন্টারপ্রাইজ
হাইব্রিড ঝিংগা গ্রীন স্টার
জাতের ঝিংগা চিকচিকে সবুজ, ফলের আঁশ মাংশল, নরম, মোলায়েম সুস্বাদু। ফলের গড় ওজন ১৪০-১৫০ গ্রাম। বপনের সময় জানুয়ারী থেকে এপ্রিল এবং জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত। ফসল ৪০-৪৫ দিনে সংগ্রহ করা যায়। ঝিংগার দৈঘ্য ৩০-৪০ সেমিঃ। প্রতি একরে ১০-১২ টন ফলন পাওয়া যায়
লাল তীর সীড লিমিটেড
হার্কুলাস এফ-
এটি আগাম হাইব্রিড জাত। সুস্বাদু এবং আঁশবিহীন। ঝিংগা লম্বায় ৪০-৪৫ সেমিঃ এবং ফলের ওজন ২০০-২৫০ গ্রাম। ডাউনি মিলডিউ সহনশীল। অক্টোবর হতে মার্চ মাস পর্যন্ত বীজ বপন করা যায়। ফসল সংগ্রহের সময় মাত্র ৪০-৪৫ দিন। বীজের হার প্রতি শতাংশে -. গ্রাম। একর প্রতি ফলন ১০-১২ টন
হিরো এফ-
এটি হাইব্রিড জাত। সুস্বাদু এবং আঁশবিহীন। ঝিংগা লম্বায় ৪০-৪৫ সেমিঃ এবং ফলের ওজন ২৫০-৩০০ গ্রাম। তীব্র শীত ছাড়া সারা বছর চাষ করা যায়। ফসল সংগ্রহের সময় মাত্র ৪০-৪৫ দিন। বীজের হার প্রতি শতাংশে . গ্রাম। একর প্রতি ফলন ১৪-১৬ টন
লুফা ৩৫ এফ-
এটি আগাম হাইব্রিড জাত। সুস্বাদু এবং আঁশবিহীন। ঝিংগা লম্বায় ৩০-৩৫ সেমিঃ এবং ফলের ওজন ২০০-২৫০ গ্রাম। তীব্র শীত ছাড়া সারা বছর চাষ করা যায়। ফসল সংগ্রহের সময় মাত্র ৪০-৪৫ দিন। বীজের হার প্রতি শতাংশে -. গ্রাম। একর প্রতি ফলন ১২-১৪ টন।
@ মাটি @
প্রায় সব ধরনের মাটিতেই ঝিংগা জন্মে।
@ বীজ বপনের সময় হার @
বপনের সময়
জমিতে চাষের জন্য পৌষ থেকে ফাল্গুন;
মাচায় চাষের জন্য ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ
বীজের হার
সধারণত প্রতি হেক্টর জমিতে প্রায় .-. কেজি বীজের প্রয়োজন হয়।
@ মাদা তৈরি মাদার আকার @
মাদা তৈরি
মিটার (. ফুট) দূরে দূরে মাদা তৈরি করে প্রতি মাদায় - টি বীজ বুনতে হয়
মাদার আকার
৬০ সেঃ মিঃ বা ফুট চওড়া ৬০ সেঃ মিঃ বা ফুট গভীর গর্ত তৈরি করতে হবে।
@ সারের পরিমান প্রয়োগ নিয়ম @
সারের পরিমান
সারের নাম পরিমাণ (আনুমানিক) হেক্টর প্রতি
পচাঁ গোবর টন
ইউরিয়া ১২৫ কেজি
টিএসপি ৮০ কেজি
এম পি ৬০ কেজি
জিপসাম ৮০ কেজি
জিংক সালফেট কেজি
প্রয়োগের নিয়ম
সম্পূর্ণ গোবর অর্ধেক টিএসপি মিউরেট অব পটাশ জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে। বাকী টিএসপি মিউরেট অব পটাশ, সম্পূর্ণ জিপসাম জিংক অক্সাইড অর্ধেক ইউরিয়া মাদার গর্তের মাটির সাথে মিশাতে হবে। বাকী অর্ধেক ইউরিয়া চারার বয়স ৪০-৫০ দিন হলে উপরি প্রয়োগ করতে হবে।
@ পরিচর্যা @
বীজ একদিন একরাত ভিজিয়ে বোনা ভাল। চারা গজানোর কয়েকদিন পর ২টি সবল চারা রেখে বাকীগুলো তুলে ফেলতে হবে। মাঝে মাঝে মাটি কুপিয়ে আলগা করে গোড়ায় মাটি দিয়ে দিয়ে উঁচু করে দিতে হবে।
@ ফসল সংগ্রহ ফলন @
ফসল সংগ্রহ
বীজ বুনার দুই মাসের মধ্যেই ঝিঙ্গা ধরা শুরু করে
ফলন
ঝিঙ্গার ফলন হেক্টরপ্রতি ১০-১৫ টন পর্যন্ত হতে পারে

No comments:

Post a Comment